চুক্তির মেয়াদ এক বছর থাকলেও সমঝোতায় এসে জাতীয় দলের হেড কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো স্টিভ রোডসকে।
৮ জুন ২০১৮ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি করেন এই ইংলিশ কোচ। কিন্তু সেই চুক্তির এক বছর আগেই তাকে সরে যেতে হলো।
কিন্তু চুক্তিতে থাকাকালীন কত টাকা বেতন পেতেন রোডস? ইংলিশ এই কোচ মাসে পেতেন ১৫-১৭ লাখ, বছরে প্রায় ২ কোটি টাকা।
শুধু বেতন নয়, পাশপাশি আরো সুযোগ সুবিধাও পেতেন এই হেড কোচ। থাকার জন্য রাজধানীর অভিজাজাত এলাকায় বাড়ি ভাড়া কিংবা পাঁচ তারকা হোটেলে থাকার বিলও দিয়েছে বিসিবি। চালকসহ ২৪ ঘণ্টা গাড়ি ছিল তার জন্য।