বন্দর নগরী চট্টগ্রামের খুলশী থানাধীন সেগুনবাগান রেলওয়ে জাদুঘর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র-গুলিসহ একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ তারেক ওরফে সুমন ওরফে জামাই সুমন (২৭)। এসময় তার নিকট হতে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সিএমপি সূত্রে জানা যায়, ০৮ জুলাই ২০১৯ তারিখ ১০.৪০ টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের খুলশী থানাধীন সেগুনবাগান রেলওয়ে জাদুঘর সংলগ্ন শহিদ মিনারের সামনে অভিযান পরিচালনা করে গোয়েন্দা উত্তরের একটি দল। অভিযানকালে অস্ত্র-গুলিসহ সুমনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানায় যায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সিএমপি’র বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।