Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএনপি চেয়ারপারসনের ওকালতনামায় স্বাক্ষরে বাধা, স্বরাষ্ট্র সচিবসহ ৫ জনকে আইনি নোটিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০১৯, ০৪:০০ PM
আপডেট: ০৯ জুলাই ২০১৯, ০৪:০০ PM

bdmorning Image Preview


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলায় কারাগারে থাকা ওকালতনামায় স্বাক্ষর করতে না দেওয়ায় স্বরাষ্ট্র সচিবসহ পাচঁ জনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ব্যারিস্টার কায়সাল কামাল মঙ্গলবার (৯ জুলাই) রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। জানা যায় খালেদা জিয়ার আইনজীবী স্বরাষ্ট্র সচিব ছাড়াও ঢাকার জেলা প্রশাসক, পুলিশ প্রধান, আইজি প্রিজন ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেন্টকে এ নোটিশ পাঠানো হয়।

তবে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে কারাগারে আছেন। আইনগত অধিকার থেকে বারবার তাকে বঞ্চিত করা হচ্ছে। তাকে ওকালতনামায় স্বাক্ষর করতে দেওয়া হচ্ছে না। ওকালতনামা ছাড়া একজন বন্দিকে কোর্টে প্রতিনিধিত্ব করা যায় না। যেটা একজন বন্দির অধিকারের মধ্যে পড়ে। ওকালতনামায় স্বাক্ষর দেওয়া তার আইনগত ও সাংবিধানিক অধিকার।’

এই আইনজীবীর নোটিশে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে ওকালতনামায় স্বাক্ষর করতে না দেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview