Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শীর্ষ পর্যায়ে বৈঠক করতে আমেরিকা গেছেন কাতারি আমির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ১২:০৭ PM
আপডেট: ১০ জুলাই ২০১৯, ১২:০৭ PM

bdmorning Image Preview


কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি শীর্ষ পার্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য সরকারি সফরে আমেরিকা গেছেন। এ সফরে তিনি হোয়াইট হাউজ ও পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এরইমধ্যে শেখ তামিম সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক টি. এসপারের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে এসপার বলেন, আগের যেকোনো সময়ের চেয়ে কাতারের সঙ্গে আমেরিকার সম্পর্ক এখন বেশি শক্তিশালী। দীর্ঘদিন ধরে মার্কিন সেনা মোতায়েন রাখার ইচ্ছাকে দু দেশের মধ্যকার  ঘনিষ্ঠ সম্পর্কের প্রতীক বলে উল্লেখ করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প

কাতারে মোতায়েন মার্কিন সেনাদের প্রতি সমর্থন দেয়ার জন্য দেশটির আমিরকে ধন্যবাদ জানান এসপার। কাতারে আমেরিকার অন্যতম বড় বিমানঘাঁটি রয়েছে। এসপার বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান হুমকির মুখে কাতার-আমেরিকা সম্পর্ক অবশ্যই স্থিতিশীল রাখতে হবে।

বৈঠকে কাতারের আমির বলেন, “একসঙ্গে কাজ করে আমরা আমাদের অঞ্চলের উত্তেজনা নিরসনের সঠিক পথ পেতে পারি।  আমেরিকার সময় আজ বিকেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ তামিমের বৈঠকের কথা রয়েছে।

Bootstrap Image Preview