Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোহাম্মদপুরে ছেলেধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ১২:০৯ PM
আপডেট: ১০ জুলাই ২০১৯, ১২:০৯ PM

bdmorning Image Preview


ছেলেধরা সন্দেহে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধের চাঁদগেটে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর বলে জানিয়েছে পুলিশ। যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে মোহাম্মদপুর থানার এসআই বুলবুল আহমেদ জানান, সম্প্রতি পদ্মা সেতুর জন্য মানুষের মাথা লাগবে এমন গুজব বেশ কিছুদিন ধরে এই এলাকায় মানুষের মাঝে আতঙ্ক তৈরি করে। সন্ধ্যার পর ওই যুবক শিশুটির সঙ্গে কথা বলে। তা দেখে স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা ওই যুবককে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকাবাসী এ নিয়ে কথা বলতে চাচ্ছে না। হত্যাকাণ্ডটির সঙ্গে এলাকার বাসিন্দারা জড়িত থাকায় কেউ মুখ খুলতে চাচ্ছে না।

Bootstrap Image Preview