Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রিজার্ভ ডেতেও অনিশ্চিত  ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ! 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ১২:১৫ PM
আপডেট: ১০ জুলাই ২০১৯, ১২:১৫ PM

bdmorning Image Preview


চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে গতকাল মুখোমুখি হয় ভারত ও নিউজিল্যান্ড। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার বৃষ্টিতে থমেকে গিয়েছে এই ম্যাচ৷ কিউইদের ইনিংসের ৪৬.১ ওভার পরই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়৷  

আর খেলা শুরু করার পরিস্থিত না-থাকা মঙ্গলবারের মতো ম্যাচ বাতিল বলে ঘোষণা করেন আম্পায়াররা৷ কিন্তু সেমিফাইনালে ও ফাইনালে রিজার্ভ ডে থাকায় বুধবার শুরু হওয়ার কথা ভারত-নিউজিল্যান্ডের অপরিসমাপ্ত ম্যাচ৷ কিন্তু বুধবারও বাঁধা সাধতে পারে  বৃষ্টি৷ কারুণ এদিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ম্যাঞ্চেস্টারে৷

সব ঠিকঠাক থাকলে ম্যাচ শুরু হওয়ার কথা স্থানীয় সময় সকাল সাড়ে দশটায়৷ অর্থাৎ বাংলাদেশি সময়  বিকেল সাড়ে তিনটায়৷ কিন্তু বুধবারও ম্যাঞ্চেস্টার বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে৷

বাংলাদেশি সময় দুপুর ১টা ৩০ মিনিট থেকে ৪টে পর্যন্ত ম্যাঞ্চেস্টারের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে পূর্বাভাসে জানা গিয়েছে৷ শুধু তাই নয়, সমর্থকদের জন্য আরও খারাপ খবর রয়েছে৷ বাংলাদেশি সময় বিকেল পাঁচটা থেকে শুরু হতে পারে বৃষ্টি৷ তবে ৬টা থেকে ৮ পর্যন্ত পরিষ্কার হতে পারে ম্যাঞ্চেস্টারের আকাশ৷ এর পর রাত ৯টা থেকে ১১ টা পর্যন্ত ম্যাচ গড়ালে ফের থাবা বসাতে পারে বৃষ্টি৷

বুধবার ম্যাচের ফয়সালা হওয়ার জন্য ভারতীয় ইনিংসের কমপক্ষে ২০ ওভারে খেলা হতে হবে৷ এমনটা না-হলে বৃষ্টিতে ভেস্তে যাবে ম্যাচ৷ সেক্ষেত্রে লিগে নিউজিল্যান্ডের থেকে আগে শেষ করার সরাসরি রবিবাসরীয় লর্ডসের ফাইনালের টিকিট পেয়ে যাবে বিরাটবাহিনী৷ আর্থাৎ বুধবারও বৃষ্টি ম্যাচে থাবা বসালেও সুখবর থাকছে ভারতীয় সমর্থকদের জন্য৷ 

Bootstrap Image Preview