বিশ্বকাপটা দারুণ কেটেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তাঁর এমন পারফম্যান্সে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব।
দুর্দান্ত এই পারফম্যান্সের ফলে এবার ঠাই পেলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে।
জানা গেছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে বাংলাদেশ থেকে একমাত্র সাকিব আছেন। এছাড়া একাদশে ভারত থেকে দুজন, পাকিস্তান থেকে দুজন, নিউজিল্যান্ড থেকে দুজন, অস্ট্রেলিয়া থেকে দুজন ও ইংল্যান্ড থেকে একজন আছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ
রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বাবর আজম (পাকিস্তান), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), সাকিব আল হাসান (বাংলাদেশ), বেন স্টোকস (ইংল্যান্ড), অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার, অস্ট্রেলিয়া), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), লকি ফার্গুসন(নিউজিল্যান্ড), জসপ্রিত বুমরাহ (ভারত) ও শাহিন আফ্রিদি (পাকিস্তান)।