Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এমপিদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা: নিন্দা করল হিজবুল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ০২:৩৪ PM
আপডেট: ১০ জুলাই ২০১৯, ০২:৩৪ PM

bdmorning Image Preview


লেবাননের দুই সংসদ সদস্যদের ওপর মার্কিন সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার নিন্দা করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

গতকাল মার্কিন অর্থ মন্ত্রণালয় লেবাননের দুই সংসদ সদস্যকে হিজবুল্লাহর পক্ষে কাজ করার অভিযোগে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করে। এই দুই এমপির সঙ্গে একজন নিরাপত্তা কর্মকর্তাও নিষেধাজ্ঞার ভেতরে রয়েছেন। মার্কিন সরকার দাবি করেছে, নিষেধাজ্ঞার আওতায় আনা তিন ব্যক্তি হিজবুল্লাহ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় করার দায়িত্ব পালন করতেন।  

মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়ে লেবাননের সংসদ সদস্য আলী ফাইয়াদ বলেন,  আমেরিকার এ সিদ্ধান্ত দেশের জনগণের জন্য মারাত্মক অপমান। এর বিরুদ্ধে তিনি আনুষ্ঠানিক নিন্দা জানিয়ে বিবৃতি দিতে জাতীয় সংসদ ও সরকারের প্রতি আহ্বান জানান।

এদিকে, লেবাননের অর্থমন্ত্রী আলী হাসান খলিল এক টুইটার পোস্টে বলেছেন,  “এ নিষেধাজ্ঞা হিজবুল্লাহকে লক্ষ্য করে আরোপ করা হলেও এজন্য পুরো লেবাননের জনগণ উদ্বিগ্ন। মার্কিন পদক্ষেপকে তারা অন্যায় বলে বিবেচনা করেন।”

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আনা সংসদ সদস্য মুহাম্মাদ হাসান রাদ ১৯৯২ সাল থেকে ও আমিন শেরি ২০০২ সাল থেকে লেবাননের সংসদ সদস্য হিসেবে কাজ করছেন।

Bootstrap Image Preview