চলতি বিশ্বকাপে সেমিফানাল খেলতে পারেনি পাকিস্তান। পঞ্চম স্থানে থেকে মিশন শেষ করেছে তারা। ৯ ম্যাচে পাঁচ জয়, তিন হার ও একটি ম্যাচ পরিত্যক্তের হয়েছে পাকিস্তানের।
বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে না পারলেও পাঁচ ম্যাচে জয়ের জন্য বেশ মোটা অংকের টাকা পাচ্ছেন সরফরাজরা।
গ্রুপপর্বে প্রতি ম্যাচে জয়ী দলের জন্য ৪০ হাজার ডলার পুরস্কার বরাদ্দ রেখেছিল আইসিসি। টাকায় এ অঙ্ক প্রায় ৩৫ লাখ। ৫ ম্যাচ জয়ের কারণে পাকিস্তান পাচ্ছে দুই লাখ ডলার। প্রায় এক কোটি ৭৫ লাখ টাকা।
এছাড়াও শ্রীলংকার বিপক্ষে ম্যাচ পরিত্যক্তের কারণ ম্যাচে বরাদ্দ ৪০ হাজার ডলার দুদলের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হয়। বাংলাদেশ মুদ্রামানে যা সাড়ে ১৭ লাখ টাকার কাছাকাছি।
গ্রুপপর্বে আটকে যাওয়া প্রতিটি দলকে অতিরিক্ত এক লাখ ডলার দেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। টাকার অঙ্কে যা আনুমানিক ৮৫ লাখ। পিসিবির প্রাপ্তিতে যোগ হবে এ টাকাও। সব মিলিয়ে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে পাক বোর্ডের তহবিলে জমা পড়ছে পৌনে ৩ কোটি টাকার ওপরে।