যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের ইতিহাসের প্রথম নারী রাষ্ট্রদূত রাজকুমারী রিমা বিন্ত বানদার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে নিজের পরিচয়পত্র পেশ করেছেন।
সোমবার (৮ জুলাই) হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করেন রিমা বিন্ত বানদার।
রিমা বিন্ত বানদার ফেব্রুয়ারিতে খালিদ বিন সালমানের স্থলাভিষিক্ত হয়ে এপ্রিলে রিয়াদে যুবরাজ মুহাম্মদ বিন সালমানের কাছ থেকে শপথ নেন। জুন মাসে কাজ শুরু করেন তিনি।
দূতাবাসের এক বিবৃতিতে রিমা বলেন, সৌদি এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক উভয় দেশের স্বার্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এ ছাড়াও টুইটারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে নিজের পরিচয়পত্র পেশের ছবি পোস্ট করে রিমা বিন্ত বানদার বলেন, দুই দেশের বন্ধন শক্তিশালী ও দৃঢ় করার লক্ষ্যে কাজ করতে উন্মুখ তিনি।
সৌদি রাজকুমারী রিমা বিন্ত বানদার ২০ বছর যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন। তার বাবা বানদার বিন সুলতান যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে মিউজিয়াম স্টাডিজের স্নাতক পাস করেন রিমা।
রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের আগে সৌদি আরবে নারী অধিনায়ক বিষয়ক আন্দোলনে সোচ্চার ছিলেন রিমা।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও রাজকুমারী রিমা বিন্ত বানদারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে রিমার করা টুইটে রিটুইট করে তিনি লিখেন, রিমার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি।