চলতি বিশ্বকাপের সেমিফাইনালে গতকাল নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে বিদায় নিয়েছে ভারত। বিরাটদের এই পরাজয়ে শত কোটি মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে।
ভারতের এই রকম হারে আনন্দ করতে দেখা গেছে ভারত শাষিত কাশ্মীরে। ভারতের এই পরাজয়ে যেখানে তাদের কষ্ট ও দুঃখ পাওয়া উচিত, উল্টো সেখানে বইছে আনন্দের বন্যা। আনন্দে আত্মহারা হয়ে তারা ফাটিয়েছেন আরশবাশি। জ্বলেছে আলোর ফুলকুরি।
এছাড়াও কোহলিরা সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হয়েছেন।
টুইটারে একজন লিখেছেন, ‘প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের চেয়ে এই হার বেশি কষ্টের’। আরেকজন একটি ছবি দিয়ে তাতে লিখেছেন, ‘ড্রেসিং রুমে আর কোনো ব্যাটসম্যান আছে কিনা তা দেখছে কোহলি।’
এছাড়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা গেছে হারের পর টেলিভিশন ভাঙছেন ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা। এদিকে এক সমর্থককে দেখা গেছে নিজের গালে নিজে কষে চড় মারতে।