বিশ্বকাপে অফ ফর্মে থাকায় টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজার অবসর নিয়ে কথা উঠেছে। তবে মাশরাফি কবে অবসর নিবেন সেটি মাশরাফিই ভালো জানেন।
কিন্তু তাঁর অবসরের ম্যাচটি স্মরণীয় বিদায় দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
ইংল্যান্ডে সংসদীয় বিশ্বকাপে অংশ নিতে গিয়ে সংবাদ মাধ্যমে এ কথা জানিয়েছেন পাপন। তিনি বলেন, যাতে করে দেশের ইতিহাসের সেরা অধিনায়ক বীরের মতো করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে পারেন।
পাপন আরো বলেন, ‘মাশরাফিকে আমরা দেশের মাটিতে স্মরণীয় বিদায়ের চিন্তা ভাবনা করছি এবং আমরা এরেঞ্জ করবো সে যেন দেশের মাটিতেই বীরের মত বিদায় নিতে পারে।
কারণ, বাংলাদেশের ক্রিকেটে দুটি বড় চরিত্র। এক. মাশরাফি সর্বশ্রেষ্ঠ অধিনায়ক। দ্বিতীয়, সাকিব আল হাসান। সর্বকালের সেরা পারফরমার। সেই সেরা অধিনায়ককেই আমরা চেষ্টা করবো দেশের মাটিতে সম্ভাব্য সেরা বিদায়ের ব্যবস্থা করতে এবং সেটা যেন স্মরণীয় হয়।’