ধোনি ও রোহিত রয়েছেন বলেই বিরাট কোহলিকে ভারতের অধিনায়ক মনে হচ্ছে।এমনই মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।
যদিও সেমিফাইনালে হারার আগেই মন্তব্য করেছেন প্রাক্তন উদ্বোধনী ব্যাটসম্যান। গম্ভীরের কথায়,'রোহিত শর্মা ও এমএস ধোনি আছেন বলেই ভাল অধিনায়ক মনে হচ্ছে বিরাটকে। কোহলি ভাল অধিনায়ক হলে আরসিবি-কে চ্যাম্পিয়ন করে ফেলতেন। বেশিরভাগ সময়েই তাঁর দল থাকে আট নম্বরে'।
আইপিএলে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট। কিন্তু এখনও পর্যন্ত তাঁর দলের পারফরম্যান্স আহামরি নয়। ২০১৬ সালে ফাইনালে পৌঁছেছিল আরসিবি। ২০১৯ সালে সবার শেষে আইপিএল শেষ করে বিরাটের দল।
সেই প্রসঙ্গে তুলে গৌতম গম্ভীর বলেন, 'ভারতীয় দলে বিরাটের সঙ্গে থাকেন এমএস ধোনি।
কিন্তু আইপিএলে ধোনিকে পান না বিরাট। তখনই ফারাকটা বোঝা যায়। আরসিবি ও ভারতের হয়ে খেলার সময় বিরাটের অধিনায়কত্বের আকাশ-পাতাল ফারাক। ভারতের অধিনায়কত্ব করার সময় বিরাটকে পরামর্শ দেন রোহিত ও ধোনি। কিন্তু আরসিবি-তে সেই সুযোগ নেই। এটাই আসল কারণ'।