Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টিম ইন্ডিয়ার সংসারে ভাঙন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০১৯, ০২:৪১ PM
আপডেট: ১১ জুলাই ২০১৯, ০২:৪১ PM

bdmorning Image Preview


গতকাল ফাইনালে উঠার লড়াইয়ে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। হারের এক দিন যেতে না যেতেই টিম ইন্ডিয়ার সংসারে ভাঙন! দলের এক গুরুত্বপূর্ণ সদস্য ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিদায়বেলায় আবেগঘন পোস্ট করেছেন তিনি। 

টিম ইন্ডিয়ার ফিজিও প্যাট্রিক ফারহার্ট এবার ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত চার বছর ধরে ভারতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নিউ জিল্যান্ডের কাছে ১৮ রানে হারের পর এমন সিদ্ধান্ত নিলেন ফারহার্ট। 

বিদায়বেলায় টুইটারে ফারহার্ট লিখলেন, "টিমের সঙ্গে আমার শেষ দিনটা তেমন হল না যেমনটা আমি চেয়েছিলাম। গত চার বছর ধরে টিম ইন্ডিয়ার সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য বিসিসিআই-কে ধন্যবাদ। দলের প্রতিটা সদস্য ও সাপোর্ট স্টাফের জন্য রইল শুভকামনা।"

Bootstrap Image Preview