Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, ডিসেম্বার ২০২৫ | ২ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আম্পায়ারের চোখ ফাঁকি দিয়ে ধোনিকে রান আউট করলো নিউজিল্যান্ড !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০১৯, ০২:৫৫ PM
আপডেট: ১১ জুলাই ২০১৯, ০২:৫৫ PM

bdmorning Image Preview


ক্রিকেটের সর্বোচ্চ নিয়মক সংস্থা আইসিসি-র নিয়ম অনুযায়ী, ৪১-৫০ ওভার পর্যন্ত পাওয়ার প্লের সময় আউটফিল্ডের বাইরে (অর্থাত্ ৩০ গজের বাইরে) পাঁচ জনের বেশি ফিল্ডার রাখা যায় না।

এই ক্ষেত্রে বলটি নো বল হিসেবে গ্রাহ্য হয়। কিন্তু এ বারের বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচে দেখা যায় ৪৮.৩ ওভারে নিউজিল্যান্ডের ছয় ফিল্ডার বাইরে।

কিন্তু এ দিনের ম্যাচের দুই আম্পেয়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও রিচার্ড কেটেলবরের চোখ এড়িয়ে যায় বিষয়টা। ভারতের জন্য এই ঘটনা আরও বড় বিপদ ডেকে আনে কারণ ওই বলেই রান আউট হয়ে ফিরে যান মহেন্দ্র সিংহ ধোনি।

নো বলে রান আউট অবশ্যই হয়। কিন্তু ম্যাচের ওই রকম এক পরিস্থিতিতে নো বল পেলে হয়তো রানই নিতেন না ভারতের সেরা ফিনিশার। অপেক্ষা করে যেতেন পরের বলে ফ্রি-হিট নেওয়ার। 

ওই ওভারের প্রথম বলেই ছয় মেরে ধোনি কিছুটা সুবিধাজনক পরিস্থিতি তৈরিও করে ফেলেছিলেন। ক্রিকেটের মতো অনিশ্চয়তার খেলায় একটা নো বল যে অনেক চিত্রই পরিবর্তন করে দেয় তা ভালই জানেন ক্রিকেটপ্রেমীরা। টুইটারে সেই ছবি দিয়ে মন্তব্য করেন বিভিন্ন ক্রিকেটভক্তরা।

সূত্রঃআনন্দবাজার পত্রিকা 

Bootstrap Image Preview