Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাশিয়ার বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০১৯, ০৫:৪৯ PM
আপডেট: ১১ জুলাই ২০১৯, ০৫:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাশিয়ার রাজধানী মস্কোর একটি তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ৯ জনের হতাহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রীর বরাত দিয়ে রুশ গণমাধ্যম সূত্রে এই তথ্য জানা যায়। 

মস্কোর উত্তর-পূর্বাঞ্চলের মিতিশচি জেলার ২৭ নম্বর তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ঐ এলাকার আকাশে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেছেন, মিতিশিচির আকাশে ৫০ মিটার ওপরে ধোঁয়া উড়েছে।

দেশটির জরুরি সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন আবাসিক এলাকায় আগুন ছড়িয়ে পড়ার কোনো শঙ্কা নেই বলে । ঘণ্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। 

জরুরি সার্ভিস তাপ বিদ্যুৎ কেন্দ্রের এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে অন্তত দেড়শ ফায়ার সার্ভিসের কর্মী মোতায়েন করেছে।

এছাড়াও ফায়ার সার্ভিসের কয়েক ডজন গাড়ি, হেলিকপ্টার ও ট্রেনও মোতায়েন করা হয়েছে।

Bootstrap Image Preview