Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আঙুরের দাম ১১ লাখ টাকা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০১৯, ০৭:১৪ PM
আপডেট: ১১ জুলাই ২০১৯, ০৭:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আঙুরের একটি প্যাকেট, যার ওজন সর্বসাকুল্যে ৫০০ গ্রামও নয়। দাঁড়িপাল্লায় তুললে ৪৮০ গ্রাম। থোকায় গুনেগুনে ২৪টি আঙুর। এর দাম বাজারে কত হতে পারে? বেশি হলে হাজার টাকা বা দুই হাজার টাকা। তার বেশি হওয়ার কথা নয়।

কিন্তু এই আঙুর সাধারণ কোনো আঙুর নয়। সবাই যে এর নাম শুনেছেন, তাও নয়। এই আঙুর 'রুবি রোমান' নামে পরিচিত। আঙুর হিসেবে অত্যন্ত রসালো। আর দুর্লভ তো বটেই। তাই দামটা একটু বেশি হবে সেটাই স্বাভাবিক। তাহলে কত হতে পারে দাম?

এক প্যাকেট আঙুর ১.২ মিলিয়ন ইয়েন। টাকার হিসাবে প্রায় ১১ লাখ টাকা। গত মঙ্গলবার, জাপানের এক নিলামে এই দরেই বিক্রি হয়েছে একথোকা রুবি রোমান। কিনেছেন জাপানি 'হট স্প্রিং ইনস'র ম্যানেজার।

Bootstrap Image Preview