Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ৬৭ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০১৯, ০১:৪৭ PM
আপডেট: ১২ জুলাই ২০১৯, ০১:৪৭ PM

bdmorning Image Preview


 ১১ জুলাই, ২০১৯ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও  সাত রাস্তা মোড় হতে গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ এর অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম । গ্রেফতারকৃতদের নাম- মোঃ রাসেল আহাম্মেদ(২৮) ও  মোঃ শহীদ মিয়া (৫২) ।

ডিবি সূত্রে জানা যায়- গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জুলাই, ২০১৯ বৃহস্পতিবার ১৬.০৫ টায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাত রাস্তা মোড়স্থ ফ্লাইওভারের পূর্ব পাশে ‘আতিকুল হোটেল’ এর সামনের  রাস্তায় গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয় । এ সময় তাদের হেফাজত হতে ৬৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী জেলা সুনামগঞ্জ হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল ।

এ সংক্রান্তে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু করা হয়েছে ।

Bootstrap Image Preview