Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রীলংকা সফরে ছুটি চেয়ে বিসিবির নিকট লিটনের আবেদন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০১৯, ০৩:২৬ PM
আপডেট: ১২ জুলাই ২০১৯, ০৩:২৯ PM

bdmorning Image Preview


কথা ছিলো বিশ্বকাপ শেষ করে দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসবেন লিটন দাস। কিন্তু এই  মাসেই আবার শ্রীলংকা সফরে যাবে  বাংলাদেশ। তাই শ্রীলংকা সফর যেতে চান না তিনি। ছুটির এই সময় বিয়ের কাজটা সেরে ফেলতে চান তিনি।

এ জন্য বোর্ডের কাছে ছুটি চেয়েছেন তিনি। বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী জানান, লিটন বৃহস্পতিবার ছুটির আবেদন বোর্ডে জমা দিয়ে গেছে। ক্রিকেট পরিচালনা বিভাগ শুক্রবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

পাত্রী আগে থেকেই ঠিক। মা-বাবার পছন্দের মেয়েকেই বিয়ে করছেন লিটন। তার নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা।দিনাজপুরের মেয়ে দেবশ্রী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।  বিশ্বকাপের আগে গত ১৭ এপ্রিল তার সঙ্গে আংটি বদল করেন তিনি।

Bootstrap Image Preview