Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আম্পায়ারকে গালাগাল করে শাস্তি পেলেন জেসন রয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০১৯, ০৪:০৩ PM
আপডেট: ১২ জুলাই ২০১৯, ০৪:০৩ PM

bdmorning Image Preview


এজবাস্টনে গতকাল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক ইংল্যান্ড ও  অস্ট্রেলিয়া। সেই ম্যাচে আম্পায়ার কুমার ধর্মসেনার ভুল সিদ্ধান্তের শিকার হয়ে সাজঘরে ফিরতে হয় জেসন রয়কে। 

ভুল সিন্ধান্তের এই আউট কিছুতেই মানতে পারছিলেন না রয়। অখুশি প্রকাশ করে এবং অশ্রাব্য ভাষা ব্যবহার করেন। প্রবল হতাশায় মাঠেই আম্পায়ারকে গালিগালাজ করে বসেন তিনি। 

যদিও রয়ের ক্ষোভের কারণ ছিল সঙ্গত। সব দিক বিবেচনা করে ম্যাচ রেফারি এ যাত্রায় জরিমানা করে ছেড়ে দেন তাঁকে।

আউট হওয়ার আগে ৮৫ রানের ঝকঝকে ইনিংস খেলে ইংল্যান্ডকে জয়ের মঞ্চে বসিয়ে দিয়ে যান জেসন রয়। জনি বেয়ারস্টোর সঙ্গে ওপেনিং জুটিতে ১২৪ রান যোগ করেন তিনি। ৬৫ বলের ইনিংসে ৯টি চার ও ৫টি ছক্কা মারেন রয়। 

আইসিসির নিয়ম অনুযায়ী ২৪ মাসের মধ্যে কোনও ক্রিকেটারের ডিসিপ্লিনারি রেকর্ডে ৪টি ডিমেরিট পয়েন্ট জমা হলে তা সাসপেনশন পয়েন্টে পরিণত হয়৷ দু’টি সাসপেনশন পয়েন্টের জন্য একটি টেস্ট বা দু’টি সীমিত ওভারের ম্যাচ থেকে নির্বাসিত করা হয় অভিযুক্ত ক্রিকেটারকে৷ ২৪ মাস অতিবাহিত হলে ডিমেরিট পয়েন্টের বৈধতা থাকে না৷

Bootstrap Image Preview