Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপদসীমার ৫০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯, ১১:৪১ AM
আপডেট: ১৩ জুলাই ২০১৯, ১১:৪১ AM

bdmorning Image Preview


কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বেড়ে বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটে ভয়াবহ রূপ নিচ্ছে।

পানি বৃদ্ধির সাথে সাথে তিস্তায় দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। গত দু’দিনে তিস্তার ভাঙনে শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া পানির তোড়ে বাঁধ ভেঙে শহরে ঢুকছে প্রবল স্রোত।

শনিবার (১৩ জুলাই) সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচপ্রকল্প তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫৩ দশমিক ০৪ সেন্টিমিটর। যা (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সে.মি.) বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর আগে শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা ৬ টায় ৩৫ সে.মি. ও রাত ৯টায় ৪৫ সে.মি. এবং মধ্যরাতে আরও বেড়ে গিয়ে তিস্তার পানি প্রবাহ বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এদিকে ভারী বর্ষণ ও উজানের ঢলে আতংকিত হয়ে পড়েছেন তিস্তা পাড়ের মানুষ। ঢলের গর্জনে পানিবন্দী এসব মানুষের চোখে ঘুম নেই। 

Bootstrap Image Preview