Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাড়ি ফিরতে পারছেন না বিরাট কোহলিরা !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯, ১২:৩৪ PM
আপডেট: ১৩ জুলাই ২০১৯, ১২:৩৪ PM

bdmorning Image Preview


বিশ্বকাপের শুরু থেকে দুর্দান্ত ফর্মে থাকায়  ভারতীয় দলের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছিল, আমরা ফাইনাল  খেলব। টিম ম্যানেজমেন্ট এই ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল হয়তো। তাই কোহলি, ধোনিদের দেশে ফেরার ফ্লাইট-এর টিকিট কাটা হয়েছিল বিশ্বকাপ ফাইনালের পর। 

কিন্তু সেই স্বপন দুঃস্বপ্নে পরিণত করলো নিউজিল্যান্ড। ১৮ রানে হারিয়ে বিরাটদের বিশ্বকাপ থেকে বিদায় করে দিলো। ১৪ জুলাই ফাইনাল খেলবে নিউ জিল্যান্ড-ইংল্যান্ড। এবার নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে চলেছেন সমর্থকরা। আর ১৪ জুলাই বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত ভারতীয় দলকে ইংল্যান্ডে থাকতে হবে। কারণ, তার আগে দলের জন্য ফ্লাইট-এর টিকিট জোগাড় করা যায়নি।

এদিকে বিসিসিআই এর এক কর্তা বলেছেন, ''১৪ জুলাই পর্যন্ত ভারতীয় দলের সবাইকে ম্যাঞ্চেস্টারে থাকতে হবে। লজিস্টিকাল ইস্যুর জন্য আমাদের টিকিট বুকিংয়ে সমস্যায় পড়তে হয়েছে। সেমিফাইনাল শেষ হওয়ার পরই আমরা টিকিট বুকিংয়ের জন্য চেষ্টা শুরু করেছিলাম।'' 

Bootstrap Image Preview