Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সতর্কতা জারির পরও পাক সুন্দরীর প্রেমের ফাঁদে ভারতীয় সেনা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯, ০৯:১৬ PM
আপডেট: ১৩ জুলাই ২০১৯, ০৯:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পাকিস্তানি সুন্দরীর ফাঁদে পড়ে ফেঁসে গিয়েছেন ভারতের এক সেনা সদস্য। প্রেমের ফাঁদে ফেলে ভারতীয় ওই সেনার কাছ থেকে তথ্য হাতিয়ে নিয়েছেন ওই পাকিস্তানি সুন্দরী।

কিছুদিন আগেও এমন একটি ঘটনা ঘটেছিল। তারপর থেকে সেনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বাড়তি সতর্কতা জারি করে ভারত। তবে তাতে শেষরক্ষা হয়নি। পাক সুন্দরীকে তথ্য দেওয়া ওই সেনাকে গ্রেফতার করা হয়েছে।

অরুণাচল প্রদেশে কর্মরত ওই সেনাকে বৃহস্পতিবার নার্নাউল রেল স্টেশনের কাছে থেকে গ্রেফতার করা হয়। সোশ্যাল মিডিয়ার যে পাকিস্তানি তরুণীর কাছে তিনি তথ্য ফাঁস করেন, তিনি আসলে পাক গুপ্তচর। হরিয়ানার বাসিন্দা ওই জওয়ানের নাম রবিন্দর। তথ্য ফাঁসের বিনিময়ে ওই মহিলার কাছ থেকে তিনি ৫ হাজার টাকা নিয়েছেন বলেও জানা গেছে।

দিন কয়েক আগেই বিএসএফ জওয়ানদের হোয়াটসঅ্যাপে কোনো নতুন কারোর সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছিল। ফেসবুক ও হোয়াটসঅ্যাপে নানা লোভনীয় ফাঁদ পেতে পাকিস্তান তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে বলে সতর্কতা জারি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Bootstrap Image Preview