Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯, ০৯:৩২ PM
আপডেট: ১৩ জুলাই ২০১৯, ০৯:৩২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বগুড়া জেলার শেরপুর উপজেলার পৌর শহরের সান্যালপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৩ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহ্ আলম ও রবিউল ইসলাম। তারা দুজনেই পাইপ ফিটিং এর কাজে নিয়োজিত ছিলেন।

শাহ আলম ওই উপজেলার কুসুম্বি ইউনিয়নের চকপোতা গ্রামের আব্দুল ছালামের ছেলে ও রবিউল ইসলাম খানপুর ইউনিয়নের খাগা আশ্রমপাড়া গ্রামের চান্দু সরকারের ছেলে।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, সান্যালপাড়া এলাকায় ইমরুল খন্দকারের বাড়িতে স্টিলের পাইপ ফিটিংয়ের কাজ করছিলেন শাহ্ আলম ও রবিউল ইসলাম।

নিচ থেকে ৩ তলায় পাইপ ওঠানোর সময় বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Bootstrap Image Preview