Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯, ১১:৪০ AM
আপডেট: ১৪ জুলাই ২০১৯, ১১:৪০ AM

bdmorning Image Preview


নেপালে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া এতে এখনো নিখোঁজ রয়েছে আরো ২৪ জন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। দেশটির পক্ষ থেকে রবিবার এই তথ্য জানানো হয়।

দেশটির পুলিশের একজন মুখপাত্র রমেশ থাপা, নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে এই তথ্য নিশ্চিত করেছেন। সেইসঙ্গে বন্যা ও ভূমিধসে আরো ২০ জন আহত হয়েছে বলে জানান।

থাপা আরো জানান, গত তিন দিনে বন্যাকবলিত বিভিন্ন অঞ্চল থেকে ১১শ’ লোককে উদ্ধার করা হয়েছে।

খবরে বলা হয়েছে, গত বুধবার রাত থেকে কাঠমান্ডুসহ নেপালের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর ফলে সেখানকার স্থানীয় নদীগুলো উপচে পড়ে আশেপাশে এলাকা প্লাবিত হয়ে বিভিন্ন জেলায় বন্যা ও ভূমি ধস দেখা দেয়।

বন্যায় আটকে পরা বাসিন্দাদের পুলিশ উদ্ধার করছে, এমন দৃশ্য দেশটির টেলিভিশন চ্যানেলগুলোর খবরে দেখানো হচ্ছে। সেভেননিউজের খবরে বলা হয়েছে, বন্যা ও ভূমিধস কবলিত এলাকায় ২৭ হাজার নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা হয়েছে।

সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিপাতের আরো সম্ভাবনা আছে বলে দেশটির আবহাওয়া অফিসের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্ক করে দেয়া হয়েছে।

Bootstrap Image Preview