Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজস্থানে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করলো উন্মত্ত জনতা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯, ০২:৫৮ PM
আপডেট: ১৪ জুলাই ২০১৯, ০২:৫৮ PM

bdmorning Image Preview


পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করলো উন্মত্ত জনতা! এই ঘটনা ঘটেছে ভারতের রাজস্থান প্রদেশের রাজসমন্দ জেলায়।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, জমি সংক্রান্ত বিবাদের তদন্তের ভার ছিল ওই রাজ্য পুলিশের হেড কনস্টেবল আবদুল গনির (৪৮) ওপরে। শনিবার অভিযোগের তদন্তে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। সে সময় জমি দখল নিয়ে এক বিবাদমান এক পক্ষের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

এর পরই আবদুল গনিকে ঘিরে ধরে উন্মত্ত জনতা। শুরু হয় মারধর। গুরুতর আহত অবস্থায় আবদুল গনিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ওই পুলিশ কনস্টেবলের।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় পুলিশ মহলে শোকের ছায়া নেমেছে। পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় ভারতজুড়ে উদ্বেগ ও সমালোচনার ঝড় উঠেছে।

Bootstrap Image Preview