'প্রথম' বিশ্বকাপে জয়ের লড়াইয়ে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড । প্রথমে টসে জিতে ব্যাটিং নিয়েছেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন উইলিয়ামসন।
দু’দলের কেউই কখনো বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ নিতে পারেনি। তিনবার ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ নিতে পারেনি ইংলিশরা। আর গেল আসরে প্রথমবার ফাইনালে উঠলেও, রানার্স-আপ হয়ে সন্তুস্ট হয়ে থাকতে হয় নিউজিল্যান্ডকে।
তাই ‘প্রথমবারের’ মত বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার সুর্বন সুযোগ ইংল্যান্ড-নিউজিল্যান্ড দুই দলের সামনেই।। ক্রিকেটের মক্কাখ্যাত স্টেডিয়াম লর্ডসে প্রথমবারের মত বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট-বল হাতে লড়তে মাঠে নেমেছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড।