Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘পদ্মা সেতুতে মাথা প্রয়োজন’ গুজব ছড়িয়ে গ্রেফতার খোকন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯, ০৫:১৩ PM
আপডেট: ১৪ জুলাই ২০১৯, ০৫:১৩ PM

bdmorning Image Preview


পদ্মা সেতুতে লক্ষাধিক মানুষের মাথার প্রয়োজন এমন গুজব ছড়ানোর দায়ে কুমিল্লায় খোকন নামে এক যুবককে গ্রেফতার করছে কুমিল্লা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। 

শনিবার (১৩ জুলাই) দিবাগত রাতে কুমিল্লা জেলার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মাছমপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে খোকন।

এ নিয়ে রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, খোকন মিয়া নামের ঐ যুবক তার নামের ফেসবুক আইডিতে গেল ৭ ও ১০ জুলাই যথাক্রমে “মাথা কাটা থেকে সাবধান হুশিয়ার" এবং “একটি বিশেষ সংবাদ”, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিতে পদ্মা সেতু নির্মানের লক্ষে মানুষের মাথা খুব প্রয়োজন ও মানুষের মাথা কেটে নেয়া হচ্ছে” শিরোনামে দুটি স্ট্যাটাস দেয়।

পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের যা নজরে আসে। এরই প্রেক্ষিতে জেলা সাইবার ক্রাইম ইউনিট ঢাকার পুলিশ কর্তপক্ষে সহায়তা তাকে গ্রেফতার করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোনসেটটি জব্ধ করে।

Bootstrap Image Preview