Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এরশাদের মৃত্যুতে শোকার্ত মমতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯, ১০:২৮ PM
আপডেট: ১৪ জুলাই ২০১৯, ১০:২৮ PM

bdmorning Image Preview


এরশাদের মৃত্যুতে শোকার্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ এক শোকবার্তায় তিনি লিখেছেন, ‘বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। আজ সকাল পৌনে ৮টায় ঢাকার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৮৯ বছর ৷ আদতে কোচবিহারের বাসিন্দা মুহম্মদ এরশাদের সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল।’

‘প্রয়াত এরশাদ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান ও বাংলাদেশের সংসদের বিরোধী দলনেতা ছিলেন ৷ তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। আমি মোহম্মদ এরশাদের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।’

১৯৩০ সালের পয়লা ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কোচবিহারে জন্ম হয় এরশাদের। পরে পরিবারের সঙ্গে চলে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তানের রংপুরে। সেখানকার স্কুলেই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেন এরশাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন তিনি ৷ এরপর ১৯৫২ সালে পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দেন তিনি।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এরশাদ। মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে চলে আসেন। ১৯৮২ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হন এইচ এম এরশাদ। প্রায় সাত বছর ক্ষমতায় থাকার পর ১৯৯০ সালে গণবিক্ষোভের মুখে পড়ে রাষ্ট্রপতি পদ পদত্যাগ করেন।

Bootstrap Image Preview