Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

একাধিক প্রেম করায় প্রেমিকাকে মাথা থেঁতলে হত্যা করল প্রেমিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯, ০৬:০৪ PM
আপডেট: ১৫ জুলাই ২০১৯, ০৬:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একাধিক পুরুষের সাথে মেলামেশা ও ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় প্রেমিকাকে মাথা থেঁতলে হত্যা করেছে তারই এক প্রেমিক।

শনিবার (১৩ জুলাই) ভারতের মহারাষ্ট্রের নাগপুর জেলায় এ ঘটনা ঘটেছে। নিহত প্রেমিকা খুশি পারিহার ১৯ বছর বয়সী এক উঠতি মডেল এবং নাগপুরের বাসিন্দা ছিলেন।

রাস্তার ওপর মাথা থেঁতলে ওই তরুণীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মডেল খুশি পারিহার এবং তার প্রেমিক অভিযুক্ত আশরাফ শেখের মধ্যে বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। যদিও খুশির সঙ্গে আরও বহু মানুষের প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করেন আশরাফ।

নাগপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শনিবার সকালে তাদের কাছে খবর আসে যে, পান্ডুরনা-নাগপুর মহাসড়কের পাশে এক নারীর লাশ পাওয়া গেছে। ঐ নারীর মাথা থেঁতলে তাকে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, সামাজিক মাধ্যমের সহায়তায় নিহত নারীকে চিহ্নিত করা হয়েছে।  খুশি পারিহার স্থানীয় ফ্যাশন শোতে অংশগ্রহণ করতেন এবং পরবর্তিতে মডেল হিসেবে কাজ করতে চেয়েছিলেন।

এ ঘটনায় আশরাফ শেখকে গ্রেফতার করা হয়েছে।  আশরাফ শেখ খুশিকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।

খুশি পারিহারকে হত্যার পেছনের কারণ হিসেবে অন্য কিছু পুরুষের সঙ্গে খুশির ঘনিষ্ঠ সম্পর্ক এবং খুশির চরিত্র নিয়ে সন্দেহই মূল ছিল বলে পুলিশকে জানিয়েছে আশরাফ। 

Bootstrap Image Preview