Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১২ দিনের শিশুকে কোলে নিয়ে বাঁচিয়ে তুলেছে পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯, ০৮:৩৫ PM
আপডেট: ১৫ জুলাই ২০১৯, ০৮:৩৫ PM

bdmorning Image Preview


সাম্প্রতি সাউথ ক্যারোলিনায় শ্বাস নিতে না পারা ১২ দিনের এক শিশুকে কোলে নিয়ে বাঁচিয়ে তুলেছে স্থানীয় পুলিশ। আর এই ঘটনাই প্রমাণ করে শুধু আইন রক্ষা নয়, প্রয়োজন পড়লে ভালোবাসা এবং মমতা দিয়ে প্রাণ বাঁচাতেও পারে পুলিশ।

এই ঘটনায় পর ক্যারোলিনার পুলিশ দপ্তরের পক্ষে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয়। তাতে লেখা হয়, গত মাসের ১১ তারিখে অত্যন্ত দ্রুত ছুটতে দেখে একটি গাড়িকে থামায় পুলিশ। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে এক মহিলা বেরিয়ে এসে জানান, তার ছোট বাচ্চা শ্বাস নিতে পারছে না, তাকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যাচ্ছেন তিনি। সে জন্যই বেশি হয়েছে গাড়ির গতি।

এই সময় বাচ্চাটির মা দাবি করেন, এক বোতল পানীয় খাওয়ার পরে আচমকা শ্বাস বন্ধ হয়ে গিয়েছে তার সন্তানের। ঘটনাস্থলে উপস্থিত ডেপুটি পুলিশ কর্তা কিম্বরো বোঝেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে বাঁচাতে হলে, যা করার এখুনি করতে হবে।

ওই ভিডিও ফুটেজে দেখা গেছে, কিম্বরো বাচ্চাটির মুখে হাত ঢুকিয়ে আলতো করে ম্যাসেজ করছেন। কিছুক্ষণ পরেই কেঁদে ওঠে শিশুটি।

পুলিশ জানায়, কেঁদে ওঠা মানেই তার শ্বাসের সমস্যার সমাধান হয়ে গেছে বলে বোঝা যায়। কিন্তু তবু, যতোক্ষণ না মেডিক্যাল টিম এসে পৌঁছচ্ছে, ততোক্ষণ শিশুটিকে ম্যাসেজ করতে থাকেন কিম্বরো। পরে শিশুকন্যাটিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে ভালো করে পরীক্ষা করা হয়।

Bootstrap Image Preview