Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খেলা দেখে এখনও মানসিক ট্রমায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯, ০৯:৩৮ PM
আপডেট: ১৫ জুলাই ২০১৯, ০৯:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কোনো সন্দেহ নেই যে, ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচই সর্বকালের সেরা ওয়ানডে ম্যাচ। এযাবৎ যত বিশ্বকাপ ফাইনাল হয়েছে, এটাই একনম্বর। এক ম্যাচ দু’বার টাই। তার পর বাউন্ডারি বেশি মারার জন্য জিতল ইংল্যান্ড। ক্রিকেটীয় ব্যাখ্যার যুক্তি ছাপিয়ে ক্রিকেট র‍োমান্টিকতারও শেষ কথা এই ম্যাচ।

বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। কিন্তু মন জিতল নিউজিল্যান্ড। তবে ক্রিকেটের ইতিহাসে এমন রুদ্ধশ্বাস, রোমাঞ্চকর ম্যাচ দেখা অনেক সময়ই কঠিন ও ঝুঁকির। হতাশ হয়েছিলেন নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নও। জানান, এখনও নাকি ট্রমার মধ্যে আছেন। তবে সেই সঙ্গে তার দেশের দল নিয়ে গর্বিত, এমনটা জানিয়েছেন নিজেই।

বোরবার লর্ডসে বিশ্ব দেখেছে দুর্দান্ত এক ফাইনাল। যে ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড সংগ্রহ করে ২৪১ রান। লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডও থামে ২৪১ রানে। এর পর খেলা গড়ায় সুপার ওভারে। যেখানে দুই দলই সংগ্রহ করে ১৫ রান। কিন্তু ইংল্যান্ড তাদের ইনিংসে বাউন্ডারি বেশি হাঁকানোতে তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

এমন ফাইনাল শেষে যারপরনাই হতাশ ব্ল্যাক ক্যাপসরা। কিন্তু তাদের প্রধানমন্ত্রী আরডার্ন জানিয়ে দিয়েছেন দল নিয়ে তিনি গর্বিত এবং দেশে ফিরলে তাদের সম্মানিত করা হবে।

বিশ্বকাপ শেষে রেডিও নিউজিল্যান্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে জাসিন্ডা আরডার্ন বলেন, ‘নিউজিল্যান্ডবাসীর অনেকের মত আমিও মানসিকভাবে ট্রমায় আছি। এটা একটা রোমাঞ্চকর ম্যাচ ছিলো। আমি এই ধরনের ম্যাচ আর মনে করতে চাই না। আমি চাই এটা ক্রিকেট ইতিহাসের পাতায় বন্দি হয়ে যাক।’

‘তবে যাই হয়েছে তা ভুলে আমি আমার দল নিয়ে খুবই গর্বিত। আমাদের খেলোয়াড়রা অসাধারণ খেলেছে। আমি মনে করি দেশবাসীও সেটাই ভাবছে। তারা দেশে আসলে অনেক সম্মান পাবে। কারণ তারা আমাদের শেষ ম্যাচ পর্যন্ত নিয়ে গেছে।’

Bootstrap Image Preview