Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপ জয়ে কত টাকা বোনাস পেলেন ইংল্যান্ডের খেলোয়াড়রা ? 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯, ০২:১৫ PM
আপডেট: ১৬ জুলাই ২০১৯, ০২:১৫ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের শিরোপা জিতে স্বাগতিক ইংল্যান্ড। জয়ের এই আনন্দে ভাসছে ইংলিশরা। সেই জয়ের আনন্দ খেলোয়াড়দের আরও বাড়িয়ে দিলো  ব্রিটিশ সরকার এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

ফাইনালের আগেই ব্রিটিশ সরকার এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘোষনা দিয়েছিলো, ঐতিহাসিক ট্রফি জিতলে দলের প্রত্যেক ক্রিকেটার পাবেন বড় অংকের বোনাস।

দুইয়ের ব্যবস্থাপনায় বিশ্বকাপজয়ী প্রত্যেক ইংলিশ ক্রিকেটারের জন্য বরাদ্দ থাকছে ২ লাখ পাউন্ড। বাংলাদেশি টাকার অংকে যা প্রায় ২ কোটি ১০ লাখের মতো। 

এছাড়াও চ্যাম্পিয়ন হওয়ায় ৪০ লাখ মার্কিন ডলার প্রাইজমানি পেয়েছে ইংল্যান্ড। রানার্স-আপ নিউজিল্যান্ড পেয়েছে ২০ লাখ মার্কিন ডলার।

সেমিফাইনাল থেকে বিদায় নেয় ভারত ও অস্ট্রেলিয়া। দু’দলই সমান ৮ লাখ মার্কিন ডলার করে পুরস্কার পায়।

আর যারা ফাইনাল বা সেমিফাইনালে উঠতে পারেনি, লিগ পর্ব থেকে বিশ্বকাপ শেষ করে ঐ ৬টি দল পেয়েছে ৪০ হাজার মার্কিন ডলার করে।

Bootstrap Image Preview