Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শিশুদের দিয়ে হজের অনুশীলন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯, ০৯:৩১ PM
আপডেট: ১৬ জুলাই ২০১৯, ০৯:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


হজ হচ্ছে গোটা মুসলিম মিল্লাতের মহাঐক্যের সম্মেলন, যাতে সমগ্র দুনিয়ার মুসলমানদের রক্ত, বর্ণ, ভাষা ও ভৌগোলিক সীমারেখার বিভিন্নতা ভুলে এককেন্দ্রিক হওয়ার পথ খুঁজে পায়।

সোমবার ( ১৫ জুলাই) সেই হজ পালন করাকে সামনে রেখে মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রস্তুতিমূলক হজ মহড়া আয়োজন করা হয়েছে। এই হজের মহড়ায় অংশগ্রহণ করে প্রায় চার হাজার মালয়েশিয়ান স্কুল শিক্ষার্থী যাদের বয়স মাত্র ছয় বছর।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের নিকটে একটি খোলা মাঠে অস্থায়ী কাবা বানিয়ে এই মহড়া করা হয়। হজের প্রকৃত নিয়ম মোতাবেক অংশগ্রহণকারী শিশুদের সাদা ইহরামের কাপড় ও হাতে সবুজ রঙের ব্যাজ পরানো হয়। তারপর তাদের দিয়ে কাবার চারদিকে সাত চক্কর দেওয়া ও শয়তানকে পাথর নিক্ষেপ করানো হয়।

এই হজ মহড়া আয়োজনের এক অন্যতম সংগঠক খাইরিজা কামারুদ্দিন বলেন, শিশুদের ধর্মীয় রীতিনীতি শেখানোর জন্যই এমন হজ মহড়ার আয়োজন করা হয়েছে এবং এই হজের মহড়া শিশুরা খুবই উপভোগ করেছে। 

Bootstrap Image Preview