Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপে মাঠে নামার আগে খুন হয় আর্চারের ভাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ১১:৪১ AM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ১১:৪১ AM

bdmorning Image Preview


সদ্য শেষ হওয়া বিশ্বকাপ জুড়েই দুর্দান্ত ফর্মে ছিলেন  জোফরা আর্চার। নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। আর সেই জয়ের নায়ক  আর্চার।

তবে বিশ্বকাপ শুরুর আগের দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান তার ভাই (কাজিন) আশান্তিও ব্ল্যাকম্যান। ভাইয়ের সেই মৃত্যুর শোক নিয়ে বিশ্বকাপ খেলেছেন। 

হুঠ করে ভাইয়ের মৃত্যু কিছুতেই মানতে পারছিলেন না জোফরা। খেলার মাঠে মুখে হাসি থাকলেও বুকের ভিতর ছিলো গভীর শোক। কিন্তু কখনই সেই শোক প্রকাশ করেননি। বরং নীরবেই মনের সাথে লড়াই করে মনযোগ দিয়েছেন বিশ্বকাপে।পুরো টুর্নামেন্টে ২০ উইকেট নিয়ে ইংলিশদের ঐতিহাসিক শিরোপা জয়ে রেখেছেন অনন্য ভূমিকা। 

দ্য টাইমসকে দেয়া সাক্ষাৎকারে আর্চারের বাবা ফ্র্যাঙ্ক বলেন, আশান্তিওর মৃত্যুর খবরে ভেঙে পড়েছিল আর্চার। তারা দুজন সমবয়সী ছিল। মারা যাওয়ার আগের দিনও তাদের কথা হয়। এমন কাছের মানুষের মৃত্যু তাকে খুব পীড়া দিয়েছে। কিন্তু সে এ কষ্ট বুকে চেপে রেখে এগিয়ে গেছে। বিশ্বকাপের সময় এটা তাকে করতেই হতো।

Bootstrap Image Preview