ফিলিপাইনে গত আট মাসে এক লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে। এ অবস্থায় দেশটি ‘জাতীয় ডেঙ্গু সতর্কতা’ জারি করেছে।
সিএনএন'র ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের চারটি অঞ্চলে মহামারী ঘোষণা করা হয়েছে। এগুলো হলো- মিমারোপ, পশ্চিম ভিসায়াস, কেন্দ্রীয় ভিসায়াস ও উত্তর মিন্দানাও
এ অঞ্চলগুলোতে বিশ মিলিয়নেরও বেশি লোক বসবাস করছে। স্বাস্থ্য কর্মকর্তারা দুর্গত অঞ্চল পরিদর্শন করেছেন। তবে তারা বলছেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
ডেঙ্গু এখনও জাতীয় মহামারী হয়নি। সমস্যাটি এখনও ‘স্থানীয়’ মহামারী পর্যায়ে আছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।