Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ের আগে মেয়েদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০৬:০৬ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০৬:০৬ PM

bdmorning Image Preview


কোনও অবিবাহিত মেয়ে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না বলে নির্দেশ জারি করা হয়েছে ভারতের গুজরাটে বানাসকান্থার দান্তিওয়াড়ার ১২টি গ্রামে। ওই এলাকার ঠাকুর সম্প্রদায় সম্প্রতি একটি সভা ডেকে এ নির্দেশ জারি করেছে।

কোনও অবিবাহিত মেয়ে মোবাইল ব্যবহার করলে শাস্তি হিসেবে তার বাবাকে দেড় লাখ রুপি জরিমানা দিতে হবে। এছাড়া বিয়ের সময় ডিজে পার্টি বা বহু টাকার বাজি পোড়ানোও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিয়েতে অতিরিক্ত খরচ বন্ধ করতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে।

থাকোর সম্প্রদায়ের বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনও মেয়ে পরিবারের অমতে বিয়ে করলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে।

কোনো মেয়ে অন্য গোত্রের ছেলে বিয়ে করলে দেড় লাখ ও কোনো ছেলে অন্য গোত্রের মেয়ে বিয়ে করলে দুই লাখ রুপি জরিমানা দিতে হবে।

Bootstrap Image Preview