Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চারদিক পানির নিচে, নৌকায় ছাতা মাথায় ফুটফুটে সন্তানের জন্ম দিলেন মা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০৬:৪৩ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০৬:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চারদিক পানির নিচে। প্রবল বৃষ্টি। বন্যা। বাসুদেবের মাথায় ঝুড়িতে সদ্যোজাত কৃষ্ণ। নৌকায় প্রসব যন্ত্রণায় চিত্‍কার করছেন মা। সরকারি স্বাস্থ্যকর্মী রয়েছেন বোটে। সাহায্য করছেন প্রসবে। খানিক পরে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন মহিলা।

ঘটনাটি ঘটেছে ভারতের আসামের বোকাখত জেলার আফালা গাঁওয়ে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শিশুটির নাম রাখা হয়েছে কৃষ্ণ। মহিলার নাম রুমি ছেত্রি। বন্যা বিধ্বস্ত অসমে বহু পরিবার ঘরছাড়া। আপাত উঁচু জায়গায় ত্রাণ শিবিরেই আশ্রয় নিচ্ছে হাজার হাজার পরিবার। তেমনই একটি ত্রাণ শিবিরে প্রসব যন্ত্রণা ওঠে রুমার।

জলমগ্ন এলাকায় নিকটবর্তী হাসপাতালে মহিলাকে নিয়ে যাওয়া চেষ্টা করে পরিবার। কিন্তু কিছুতেই তা সম্ভব নয়। রুমার চিৎকার দেখতে পান স্থানীয় স্বাস্থ্যকর্মী ত্রৈলক্য সাইকিয়া।

ত্রৈলক্য তখনই ঠিক করেন, হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা মানে বিপদ ডেকে আনা। নৌকাতেই যা করার করতে হবে। খানিক ক্ষণ চেষ্টার পরেই ওই মহিলা পুত্র সন্তানের জন্ম দেন। বন্যা-বৃষ্টির মধ্যে সন্তানের জন্মের পরেই নাম রাখতে সময় নেননি রুমা; ছেলের নাম কৃষ্ণ। স্বাস্থ্য কর্মীদের এই সাহায্যকে ধন্যবাদ জানাচ্ছেন সবাই।

Bootstrap Image Preview