Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এই প্রথম হলিক্রস কলেজে ফেলের রেকর্ড!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০৬:৫৯ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০৬:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রকাশ পেল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল। শতভাগ পাসের রেকর্ড থাকা হলিক্রস কলেজে এবার দুইজন ছাত্রী ফেল করেছেন।

জানা যায়, প্রতিষ্ঠানটির এক হাজার ২৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন এক হাজার ২৬৩ জন আর ড্রপ দিয়েছেন বাকি পাঁচজন। পাসের হার ৯৯.৮৪ শতাংশ। তাদের মধ্যে ৭৬৪ জন জিপিএ-৫, ৪২৫ জন জিপিএ, ৫৫ জন জিপিএ মাইনাস ৫৫ এবং ১৯ জন বি গ্রেডে পাস করেছেন।

হলিক্রস কলেজ সূত্র জানায়, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নেন ৭৭৩ জন, ড্রপ দিয়েছেন ৩ জন। তাদের মধ্যে এ প্লাস পেয়েছেন ৬১৭ জন, এ পেয়েছেন ১৪৭ জন, এ মাইনাস পেয়েছেন ৬ জন। পাসের হার ৯৯.৯৩ শতাংশ, এ প্লাস ৮০.১৩ শতাংশ।

মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নিয়েছেন ২৩৭ জন, ড্রপ দিয়েছেন ২ জন, পাস করেছেন ২৩৩ জন, ফেল করেছেন ২ জন। ৫৭ জন এ প্লাস, ১৩২ জন এ গ্রেড, ৩১ জন এ মাইনাস, ১৩ জন বি গ্রেডে পাস করেছেন।

পাসের হার ৯৯.১৫ শতাংশ আর এ প্লাস ২৪.৪৬ ভাগ। বাণিজ্য বিভাগে মোট পরীক্ষার্থী ২৬০ জন, পাস ২৬০ জনই। ৯০ জন এ প্লাস, ১৪৬ জন এ গ্রেড, ১৮ জন এ ও ৬ জন বি গ্রেড পেয়েছেন। বাণিজ্য বিভাগে শতভাগ শিক্ষার্থীই পাস করেছেন, আর ৩৪.৬২ শতাংশ এ প্লাস পেয়েছেন।

Bootstrap Image Preview