Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুপার ওভারের উত্তেজনা সইতে না পেরে নিশামের কোচের মৃত্যু 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯, ১২:৫৩ PM
আপডেট: ১৮ জুলাই ২০১৯, ১২:৫৩ PM

bdmorning Image Preview


সদ্য শেষ হওয়া বিশ্বকাপের ফাইনাল মযাচ উত্তেজনায় ঠাসা ছিলো এটা নতুন করে বলার কিছু নেই। মূল ম্যাচের পর সুপার ওভারও টাই হওয়া সে লড়াইটিকে অনেকেই দাবী করছেন বিশ্বকাপ ইতিহাসের সেরা ফাইনাল ম্যাচ হিসেবে। 

চরম উত্তেজনার এই ফাইনাল ম্যাচের সুপার ওভারের উত্তেজনা সইতে না পেরে  জিমি নিশামের ছোটবেলার শিক্ষক ও কোচ ডেভিড জেমস গর্ডন মারা যান।

সুপার ওভারে ইংল্যান্ডের করা ১৫ রানের জবাবে খেলতে নেমে দ্বিতীয় বলেই বিশাল এক ছক্কা হাঁকিয়েছিলেন নিশাম। সে ওভারটির ৫ বল খেলে তিনি করেন ১৩ রান। কিন্তু দ্বিতীয় বলে সেই ছক্কার পর আর কিছু দেখে যেতে পারেননি নিশামের কোচ গর্ডন। কারণ অতিরিক্ত উত্তেজনার কারণে সেই ছক্কার পরপরই শেষ নিশ্বাস ত্যাগ করেন হাসপাতালে শয্যাশায়ী এ কোচ।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের ছোটবেলার কোচের মৃত্যুর খবর জানিয়েছেন নিশাম। যেখানে তিনি লিখেন, ‘আমার হাইস্কুল টিচার, কোচ এবং একজন বন্ধু ছিলেন ডেভ গর্ডন। ক্রিকেট খেলার প্রতি আপনার ভালোবাসা অতুলনীয়। যারা আপনার অধীনে খেলতে পেরেছি, তারা বেশ সৌভাগ্যবানই আমার মতে। আশা করি আপনি গর্ব নিয়েই বিদায় নিতে পেরেছেন। সবকিছুর জন্য ধন্যবাদ। পরকালে শান্তিতে থাকুন।’

Bootstrap Image Preview