Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যে কারণে সাকিবদের হেড কোচ পদে আবেদন করেননি সুজন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০১৯, ০১:৪৯ PM
আপডেট: ১৯ জুলাই ২০১৯, ০১:৪৯ PM

bdmorning Image Preview


স্টিভ রোডসের বিদায়ের পর গুজন উঠেছে টাইগারদের কোচ হতে যাচ্ছেন খালেদ মাহমুদ সুজন। আর এই নিয়ে টাইগার ক্রিকেটপ্রেমীদের মধ্যে কিছু দিন আলোচনা- সমালোচনাও হয়েছে।কিন্তু মজার ব্যাপার হলো বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচের জন্য আবেদনই করেননি সুজন।

বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন গণমাধ্যমকে এ কথা নিজেই জানালেন সুজন।

কেন করেননি এ প্রশ্নের জবাবে খালেদ মাহমুদ সুজন সরাসরি ব্যাখ্যায় না গিয়ে ভিন্নভাবে জানালেন, ‘আমি মাঝেমাঝে আপৎকালীন কাজ চালাতে পারি; কিন্তু দীর্ঘমেয়াদি হেড কোচের দায়িত্বটা একজন বিদেশির হাতে দেয়াই উত্তম হবে।’

গত ১১ জুলাই নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রধান কোচের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল ১৮ জুলাই ছিল এই আবেদনের শেষ সময়। এরই মধ্যে জানা গেল সেখানে আবেদন করেননি সুজন।

আসন্ন শ্রীলংকা সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্যও অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয়েছে সুজনকে।  

Bootstrap Image Preview