Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১০০ ডলার খরচ করে সাকিবের সঙ্গে ছবি তোলার লাইন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০১৯, ০১:২৭ PM
আপডেট: ২১ জুলাই ২০১৯, ০১:৩০ PM

bdmorning Image Preview


ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চারি দিকে এখন শুধু সাকিব বন্দনা। তাই বিশ্বসেরা এই ক্রিকেটারের সঙ্গে ছবি তোলার জন্য নিউইয়র্কে টিকিট কেটে লাইন দিয়েছেন অন্তত ২০০ মানুষ।

গত ১৯ জুলাই রাতে সাকিবের সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে। ১০০ ডলার প্রবেশমূল্য দিয়ে সাকিবের সঙ্গে রাতের খাবারসহ আলাপচারিতায় অংশ নিতে ও ছবি তোলার সুযোগ পান প্রবাসীরা। 

সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমার স্বপ্ন আগামী বিশ্বকাপে আমার নেতৃত্বে জয় লাভ করা। আমি নিউইয়র্কেও মানুষের ভালোবাসায় মুগ্ধ। আপ্লুত।
 

Bootstrap Image Preview