Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঈশ্বরদীতে পদ্মা নদীতে দুই জনের লাশ উদ্ধার

ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশিত: ২১ জুলাই ২০১৯, ০৭:৩৬ PM
আপডেট: ২১ জুলাই ২০১৯, ০৭:৩৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ঈশ্বরদীতে পদ্মা নদীতে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (২১ জুলাই) সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার বলেন, গতকাল শনিবার বিকেলে লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন থেকে খবর আসে যে নদীতে লাশ ভাসছে। খবর পেয়ে পুলিশ লক্ষ্মীকুন্ডায় পদ্মা নদীর তীরে লাশের সন্ধানে যায়।

কিন্তু লাশ দেখতে না পেয়ে পুলিশ ফিরে আসে। আজ সকালে খবর পেয়ে তিনি নিজেই লক্ষ্মীকুন্ডায় যান। সেখানে বিলকেদার ঘাটে ৯ থেকে ১০ বছর বয়সী একটি ছেলের লাশ ভেসে থাকতে দেখেন।

স্থানীয় লোকজনের সহযোগিতায় দুপুর সাড়ে ১২টার দিকে নদী থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। শিশুটির পরিচয় এখনো জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, লাশটি কয়েক দিন আগের। শিশুর শরীরে কোনো পোশাক ছিল না। কিছু অংশে পচন ধরেছে। লাশ উদ্ধারের পরপরই ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview