Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার হাতিরঝিলে গণপিটুনি দিয়ে যুবককে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০১৯, ০৪:৩৬ PM
আপডেট: ২৫ জুলাই ২০১৯, ০৪:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীতে বাড্ডার পর এবার হাতিরঝিলের চৌধুরীপাড়ায় চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টায় ইজি গার্মেন্টে এমন ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম দেলোয়ার হাসেন। তার বয়স ২৫।

হাতিরঝিল থানার এসআই অনাথ মিত্র জানান, খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় দিকে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। দুপুর ১টা ১০ মিনিটে তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ওই গার্মেন্টের নিরাপত্তা প্রহরী মোহাম্মদ মঈন আলীকেও(২৭) মারধর করা হয়েছে। তাকে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

দেলোয়ারের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান অনাথ মিত্র।

এর আগে গত ২০ জুলাই রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে স্থানীয় একটি স্কুলে যান তসলিমা বেগম রেনু (৪০) নামে এক নারী।

এ সময় তাকে ছেলেধরা সন্দেহে প্রধান শিক্ষকের কক্ষ থেকে টেনে বের করে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।

Bootstrap Image Preview