ভারতের লখনউয়ে অসুস্থ ছেলেকে হাসপাতালের জানালা থেকে থেকে নিচে ফেলে দিলেন হতাশ মা। ৫ তলার ওপর থেকে পড়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনার পর শিশুটির মাকে গ্রেফতার করা হয়েছে।
নিহত শিশুটির বাবা রাজন পেশায় একজন দিনমজুর। তিনি বলেন, তিনবার মিসক্যারেজ হওয়ার পর প্রবল হতাশায় ভুগছিল তার স্ত্রী শান্তি। এই শিশুটিরও শারীরিক অবস্থা খারাপ হওয়ায় আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি।
সব ঠিক হয়ে যাবে বলে স্ত্রীকে আশ্বাস দিলেও তাতে কোনো কাজ হয়নি। তিনি বলেন, কখনও ভাবিনি এমন ঘটনা ঘটতে পারে।
লিভারের একটি রোগে আক্রান্ত হয়ে গত ২৬ মে থেকে ট্রমা সেন্টার অব জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটির নিওনেটাল ইউনিটে ভর্তি ছিল শিশুটি।
ভারতীয় একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে গত ২৩ এপ্রিল লখনউয়ের গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজে প্রিম্যাচিওর অবস্থায় শিশুটির জন্ম হয়। জন্ডিস ছাড়াও তার লিভারের সমস্যা ধরা পড়ে। তাকে চিকিৎসার জন্য অপর একটি হাসপাতালে রেফার করা হয়েছিল।