Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রেমে রাজি না হওয়ায় ‘পছন্দের মানুষের’ গলায় ব্লেডের পোচ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০১৯, ০৯:২৫ PM
আপডেট: ২৫ জুলাই ২০১৯, ০৯:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রেমে প্রত্যাখ্যান হয়ে পছন্দের মানুষের গলায় ব্লেড দিয়ে আঘাত করেছে প্রেমিক। আহত বর্তমানে হাসপাতালে ভর্তি। ওই প্রেমিককে খুঁজছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে ভারতের কলকাতার বালি স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘ দিন নিজের সহপাঠিকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল দশম শ্রেণীর ওই প্রেমিক ছাত্র। কিন্তু রাজি না হওয়ায় ক্ষোভে পছন্দের মানুষের গলায় ব্লেড দিয়ে আঘাত করে সে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, ঘটনার পর পরই দশম শ্রেণীর ওই ছাত্রীকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কলকাতায় স্থানান্তর করা হয় তাকে।

বর্তমানে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে সে।

এ ঘটনায় জড়িত কিশোরের কড়া শাস্তি দাবি করেছে আহত ছাত্রীর পরিবার। তবে ওই ছাত্রকে আটক করতে পারেনি পুলিশ। বালির পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই ছাত্রকে খোঁজা হচ্ছে। শিগগির তাকে গ্রেফতার করা হবে।

 

Bootstrap Image Preview