Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাশ্মির সংকট সমাধানে আমেরিকা মধ্যস্থতায় আলোচনা বসবে পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯, ০৮:৪৭ AM
আপডেট: ২৬ জুলাই ২০১৯, ০৮:৪৭ AM

bdmorning Image Preview


ভারতের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল গতকাল (বৃহস্পতিবার) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এই আগ্রহ প্রকাশ করে বলেছেন, কাশ্মির সংকট সমাধানে আমেরিকা মধ্যস্থতা করতে চাইলে পাকিস্তান তাকে স্বাগত জানাবে।

তিনি আরো বলেন, কাশ্মিরে দু’দেশের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের অব্যাহত গুলিবর্ষণ সত্ত্বেও আলোচনার মাধ্যমে কাশ্মির সমস্যার সমাধান করতে পাকিস্তান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এর আগে গত সোমবার থেকে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখে বরাবর নতুন করে গোলাগুলি বিনিময় শুরু করেছে ভারত ও পাকিস্তানের সেনারা। দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি থাকা সত্ত্বেও ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষীরা প্রায়ই গুলির লড়াইয়ে লিপ্ত হন এবং তারা এ লড়াই শুরু করার জন্য পরস্পরকে অভিযুক্ত করেন।

২০০৩ সালে ভারত ও পাকিস্তান কাশ্মির সীমান্তে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চুক্তিতে উপনীত হয়েছিল।

ভারত ও পাকিস্তান দু’দেশই গোটা কাশ্মিরের মালিকানা দাবি করলেও দু’টি দেশ এই উপত্যকার কিছু অংশ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। পাকিস্তান কাশ্মির সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সমাজের হস্তক্ষেপ কামনা করলেও ভারত বলছে, ১৯৭২ সালে স্বাক্ষরিত সিমলা চুক্তি অনুযায়ী বাইরের হস্তক্ষেপ ছাড়াই দ্বিপক্ষীয়ভাবে কাশ্মির সংকটের সমাধান করতে হবে।

Bootstrap Image Preview