Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতির বদলে জাহাজ ভর্তি মদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯, ০৯:০৫ AM
আপডেট: ২৬ জুলাই ২০১৯, ০৯:০৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত


চায়না-বাংলাদেশ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের যন্ত্রপাতি নিয়ে চীন থেকে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে এম ভি ভিশন জাহাজ। সেটিতে ৬৬৯টি কার্টন ছিল। কাস্টমস কর্মকর্তাদের কাছে গোপন সংবাদে খবর আসে, যন্ত্রপাতির সঙ্গে এসেছে আমদানি নিষিদ্ধ বিদেশি মদ। কিন্তু ঘোষণা অনুযায়ী আসার কথা বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি।

বুধবার মোট ১৯টি কার্টন খুলে দেখা হয়। এর মধ্যে ১৮ টিতেই মিলেছে বিদেশি মদ-বিয়ার।

এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার সাধন কুমার কুণ্ডু বলেন, ‘ঘোষণা দেওয়া হয়েছিল জাহাজে চায়না-বাংলাদেশ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের জন্য যন্ত্রপাতি আনা হবে। কিন্তু সকালে ১৯টি কার্টন পরীক্ষার পর দেখা যায় ১৮টিতেই যন্ত্রপাতির বদলে রয়েছে বিদেশি মদ। ফলে ওই জাহাজ থেকে পণ্য খালাস স্থগিত করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘জাহাজটি থেকে কিছু কার্টন পায়রা সমুদ্রে বন্দরে নেয়া হয়েছে। সেগুলো ফেরত আনার নির্দেশ দেওয়া হয়েছে।’

Bootstrap Image Preview