সনি, স্যামসাং, এলজি, তোশিবা, ফিলিপসসহ বিশ্বখ্যাত নামিদামি সব ব্র্যান্ডের রিমোট বিক্রি হচ্ছিল ঢাকার নবাবপুরে। কিন্তু এগুলো আসল নয়, নকল। ব্র্যান্ডের পণ্য বলে প্রতিনিয়ত প্রতারণা করা হচ্ছে ক্রেতাদের সঙ্গে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে এর প্রমাণ পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ অভিযোগে দু’টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগের কার্যালয়ের সহকারী পরিচালক আফরোজা রহমান ও মাসুম আরেফিন।
এ বিষয়ে আফরোজা রহমান জানান, বৃহস্পতিবার রাজধানীর বিসিসি রোডের নবাবপুর এলাকায় তদারকি পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের নকল রিমোট বিক্রি করতে দেখা যায়। এ অপরাধে মামুন ইলেকট্রনিক্স ও নিমির ইলেকট্রনিক্সকে ৫০ হাজার করে মোট এক লাখ লাখ টাকা জরিমানা করা হয়।
তদারকি কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেন এপিবিএন-১ এর সদস্যরা।