রাজধানীর পল্লবীতে রান্নাঘরে ব্যবহারের জন্য চাকু নিয়ে বাসায় ফেরার পথে এক নারী গণপিটুনির শিকার হয়েছেন। এছাড়া ওই নারীকে রক্ষা করতে গিয়ে স্থানীয় এক যুবকও গণপিটুনির শিকার হয়েছেন।
গণপিটুনির শিকার দুইজনকে উদ্ধার করে পুলিশ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এছাড়া ওই ঘটনায় ছেলেধরা গুজব রটনাকারী দুই নারীকে পুলিশ আটক করেছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আবুল হোসেন বলেন, ‘এক নারী রান্নাঘরে ব্যবহারের জন্য তিনটি চাকু কিনে পলিথিন ব্যাগে নিয়ে ফিরছিলেন। এ সময় বোরখাপরা দুই নারী ছেলেধরা বলে চিৎকার শুরু করেন। ওই দুই নারীর চিৎকার শুনে পাশের মসজিদ থেকে মুসল্লিরা বেরিয়ে এসে ওই নারীকে গণপিটুনি দেয়। তাকে বাঁচাতে হারুনুর রশিদ নামে স্থানীয় এক বাসিন্দা এগিয়ে এলে তিনিও গণপিটুনির শিকার হন।’
পরে পুলিশ এসে গুজব রটনাকারী দুই নারীকে থানায় নিয়ে যায়। এছাড়া বেশ কয়েকজন মুসল্লিকেও থানায় নেওয়া হয়েছে।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, আহত দুইজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।